শার্শায় দুই মাস পর কবর থেকে তোলা হলো গৃহবধূর মরদেহ

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৫৪.কম, বেনাপোল (যশোর)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যশোরের শার্শায় নিহতের দুই মাস পর আদালতের নির্দেশে তাসলিমা খাতুন নামে এক গৃহবধূর মরদেহ উত্তোলন করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার গোগা ইউনিয়নের আমলাই গ্রামের পারিবারিক কবরস্থান থেকে এ মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। নিহত তাসলিমা আমলাই গ্রামের নূর আহম্মেদের স্ত্রী।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ইয়াসমিন ও বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহিদুল ইসলামসহ পুলিশের একটি টিম।

উল্লেখ্য, গত ২৬ শে আগস্ট ফজরের নামাজের জন্য ভোরে মসজিদে যায় তাসলিমার স্বামী নূর আহম্মেদ। নামাজ শেষে বাড়ি এসে তিনি স্ত্রীকে ডাকাডাকি করেন। পরে কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে গিয়ে দেখেন তার স্ত্রীর মরদেহ খাটের উপর পড়ে আছে। পরে মাথা থেকে বালিশ সরিয়ে দেখে মাথায় একটি আঘাতের ক্ষত চিহ্ন। এ সময় তাকে উল্টিয়ে দেখে মুখমণ্ডেলে রক্ত নাক দিয়ে রক্ত বের হচ্ছে এবং জিহ্বা একটু বের হয়ে আছে। পরে পরিবারের চাপে ময়নাতদন্ত ছাড়ায় তড়িঘড়ি করে মরদেহ দাফন করা হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় স্ত্রী হত্যার বিচার পেতে তার আপন দুই ভাইপোর নাম উল্লেখ করে আদালতে মামলা করেন স্বামী নুর আহম্মেদ। এতে মৃত্যুর রহস্য উদঘাটনে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য নির্দেশ দেন আদালত।