রাজাপুরে শাহজাহান ওমর থানা হেফাজতে, গাড়িতে হামলা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঝালকাঠি
  • |
  • Font increase
  • Font Decrease

সাবেক এমপি মেজর (অব.) শাহজাহান ওমর/ছবি: সংগৃহীত

সাবেক এমপি মেজর (অব.) শাহজাহান ওমর/ছবি: সংগৃহীত

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে আওয়ামী লীগের সাবেক এমপি ও বিএনপির সাবেক নেতা মেজর (অব.) শাহজাহান ওমররের গাড়িতে ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। পরে তিনি রাজাপুর নিজ বাসভবনে অবস্থান নিলে থানা পুলিশ তাকে হেফাজতে নেয়।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে বরিশাল থেকে ঝালকাঠির রাজাপুরে যাওয়ার পথে পিংড়ী এলাকায় তার গাড়িতে হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
সাবেক এমপি মেজর (অব.) শাহজাহান ওমরের গাড়ি ভাঙচুর/ছবি: সংগৃহীত

এ বিষয়ে ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, সাবেক এমপি শাহজাহান ওমরকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে গতকাল ২০ নভেম্বর সন্ধ্যায় শাহজাহান ওমরের গোডাউনঘাট এলাকার বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের ইটপাটকেলে বাড়ির বাইরের অংশের তিনটি কাচের গ্লাস ভেঙে যায়।

বিজ্ঞাপন