ডিসেম্বরের পর নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন: গোলাম পরওয়ার
ডিসেম্বরের পর সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
শনিবার (২৩ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ বিজয় মেলার মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।
এসময় গোলাম পরওয়ার বলেন, আমরা যখন সচিবালয়ে যাই, ডিসি-এসপি-ইউএনও-ওসি-এসআই, কোর্টে যাই বিচারকদের কাছে ম্যাজিষ্ট্রেট জজ-জাস্টিসসহ অনেকের সাথে কথা বললে বুঝা যায়, তাদের কথা থেকে ফ্যাসিবাদের গন্ধ বের হয় এখনো। এই প্রশাসন, এদেরকে এখানে রাখবেন, আর এইভাবে আবার আপনি নির্বাচন দিলে, ১৪,১৮ এবং ২৪ সালের নির্বাচন হবে।
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে গোলাম পরওয়ার বলেন, আপনারা তো এসেছেন অন্তবর্তীকালীন সরকার, আপনারা তো দেশ শাসন করতে আসেননি। আপনারা এসেছেন জনগণের ভোটাধিকার নিশ্চিত করে একটা ক্রেডিবল, ফ্রি, ফেয়ার, একটা ইনক্লুসিভ, একটা পার্টিসিপেটরি ইলেকশন আপনি নিশ্চত করবেন। সেইটা করার জন্য যে সমস্ত অর্গাণগুলো রিফর্ম করা লাগে, সংস্কার করা লাগে নূনত্যম সেই সংস্কারগুলো আপনি করেন।
অন্তবর্তীকালীন সরকার নতুন ইলেকশন কমিশন গঠন করেছেন উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, আমরা ইলেকশন কমিশন বলবো যত দ্রুত সম্ভব আপনি নির্বাচনের প্রস্তুতি প্রশাসনের অন্যান্য সংস্কারগুলো সম্পন্ন করুন। প্রশাসন যন্ত্রের রাষ্ট্রযন্ত্র থেকে এই জ্বরাক্রান্ত প্রশাসনকে আপনি জ্বর মুক্ত করুন, সংক্রামণমুক্ত করুন, দলীয়করণ মুক্ত করুন, দূর্নীতি থেকে মুক্ত করুন তখন জনগনই বলবে দিস ইজ দ্যা প্রপার টাইম টু ইলেকশন, নির্বাচনের উপযুক্ত সময় হয়ে গেছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার আমীর হাফেজ মাওলানা মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অঞ্চল পরিচালক (ঢাকা উত্তর অঞ্চল) অধ্যক্ষ মুহাম্মদ উজ্জত উল্লাহ, ঢাকা উত্তর অঞ্চল টিম সদস্য মাওলানা মুহাম্মদ দেলওয়ার হোসাইনসহ কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।