ফরিদপুরে চারকল কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন
ফরিদপুরে পাটকাঠির ছাই (চারকল) কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
শনিবার (২৩ নভেম্বর) দুপুরে মধুখালী উপজেলার মেঘচামী ইউনিয়নের চরমেঘচামী গ্রামের যাদবপুর আঞ্চলিক সড়কে ওই কারখানার পাশেই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে কার্বন তৈরির এ কারখানা বন্ধ করে এলাকাবাসীর স্বাস্থ্য সুরক্ষা করার দাবিতে বক্তব্য দেন মেঘচামি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাব্বির উদ্দিন শেখ, মধুখালী বিএনপির বন ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক সম্পাদক নূর হুসাইন খান, মধুখালী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম, উপজেলা কৃষকদলের সদস্য সচিব তানভীর আহমেদ, মেঘচামী ইউপি বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মৃধা, উপজেলা বিএনপির সদস্য মান্নান মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, ওই এলাকায় কিছুদিন আগে পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ পাটকাঠির কারখানা স্থাপন করা হয়। এই কারকানার জন্য এলাকায় পরিবেশ কালো ধোয়ার কারনে দূষিত হচ্ছে। এই কারনে এলাকাবাসী সর্দি কাঁশি হাঁপানিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। বক্তারা পরিবেশের জন্য ঝুঁচিপূর্ণ এ কার্বন তৈরির কারখানাটি অবিলম্বে বন্ধ করার দাবি জানান।
কিছুদিন আগে এলাকার কয়েকজন ব্যক্তির কাছ থেকে প্রায় দেড় একর জমি নিয়ে ‘চন্দনা চারকল’ কারখানাটি স্থাপন করা হয়। গত ১৫ নভেম্বর শুক্রবার অনুষ্ঠানিক ভাবে ওই কারখানায় পাটকাঠি পুড়িয়ে কার্বন বানানো শুরু হয়।
চন্দনা চারকল এর সত্ত্বাধাকারী মো. মাসুদুর রহমান বলেন, জেলায় আমাদের কারখানাটি এই জাতীয় প্রথম কারখানা নয়। শুধামাত্র মধুখালী উপজেলাতেই এই জাতীয় পাঁচটি কারখানা রয়েছে। এই চারকল চীনসহ কয়েকটি দেশে রপ্তানী করে বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে।
মো. মাসুদুর রহমান বলেন, এ কারখানাটি আশেপাশে তেমন বাড়িঘর নেই। কারখানাতে ৯০ ফুট উচু চিমনি রয়েছে। ওই চিমনি দিয়েই পাটকাঠির ধোঁয়া নির্গত হয়। এ কারখানার জন্য জনস্বাস্থ্যের ক্ষতি হওয়ার সুযোগ নেই।