বাগেরহাটে ‘খালেদা জিয়া ফ্রি মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বাগেরহাটে দিনব্যাপী ‘খালেদা জিয়া ফ্রি মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম এর ব্যবস্থাপনায় এ ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় ৫ হাজার রোগীকে বিনামূল্য চিকিৎসা সেবা ও ফ্রি ওষুধ প্রদান করা হয়।
বাগেরহাটের রামপালের ফয়লাহাট স্কুল মাঠে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক আকরাম হোসেন তালিম, সদস্য সরদার অজিয়ার রহমান, রামপাল উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, যুগ্ম আহ্বায়ক আলী আকবার সম্রাট, তরফদার জিল্লুর রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামিউল হক,সুন্দরবন মহিলা কলেজের অধ্যাক্ষ খালিদ আহমেদ, সহকারী অধ্যাপক মুক্তাদির হক, ডা. এনামুল কবির, ডা. কবির হোসেন, মো. লাভলু ফকির, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জেহাদুল ইসলাম, কৃষকদলের সেক্রেটারি এহতেশাম আলম, এ্যাডভোকেট হুমায়ুন কবির, মাজহারুল ইসলাম ইয়ামিন, শামীম হাসান তিতাস, সোহেল রানা, সভা সঞ্চালনা করেন মোল্যা ইসমাইল হোসেন খোকন প্রমুখ।