চাঁপাইনবাবগঞ্জে আদিবাসি শিশুর ভাসমান লাশ উদ্ধার, আটক ১

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

শিশুর ভাসমান লাশ উদ্ধার/ছবি: সংগৃহীত

শিশুর ভাসমান লাশ উদ্ধার/ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিখোঁজের চার দিন পরে নেপাল টপ্পো (৫) নামে এক আদিবাসী শিশুর ভাসমান লাশ পুকুর থেকে উদ্ধারের ঘটনায় শিশুটির ভাবি সুরভি (২০) কে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেখপুরা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত ওই মহিলা ওই গ্রামের গোপাল টপ্পর স্ত্রী।

বিজ্ঞাপন

এর আগে বুধবার একটি পুকুর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের দুলাল টপ্পোর ছেলে। গত ১৬ নভেম্বর নিজ বাড়ির পশ্চিম গলি থেকে সে হরিয়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর তার কোন খোঁজ না পেয়ে (১৭ নভেম্বর) গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করে। বুধবার (২০ নভেম্বর) সকালে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেখপুরা গ্রামের নিজ-বাড়ির মন্দিরের পাশের পুকুর থেকে পুলিশ লাশ উদ্ধার করে।

এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ( ওসি) খায়রুল বাশার জানান, ওই মহিলা প্রতিবেশিদের কাছে শিশুটিকে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করায় তাকে আটক করা হয়। শুক্রবার জবানবন্দির দেয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে। সে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিলে এ ঘটনায় থানায় করা ইউডি মামলাটি হত্যা মামলায় পরিনত হবে।

বিজ্ঞাপন