রামপুরায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা আহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রামপুরা থানা

রামপুরা থানা

রাজধানীর পূর্ব রামপুরায় দুর্বৃত্তের গুলিতে আল আমিন (৩৬) নামে বিএনপির স্বেচ্ছাসেবক দলের এক নেতা আহত হয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে পূর্ব রামপুরা অগ্নিশিখা গলিতে ওয়ার্ড আওয়ামী লীগ অফিসের সামনে এই ঘটনা ঘটে।  আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

হাসপাতালে আল আমিনের বন্ধু নাইমুল হাসান সাকিব জানান, আল আমিন রামপুরা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। তার বাসা রামপুরা টিভি ভবনের পিছনে। সন্ধ্যার দিকে কয়েকজনসহ অগ্নিশিখা গলির আওয়ামী লীগ অফিসের সামনে দিয়ে যাচ্ছিলেন। এসময় এলাকার শীর্ষ সন্ত্রাসী শাহজাদা, মোল্লা সাকিবসহ কয়েকজন তাদেরকে লক্ষ্য করে  এলোপাতারী গুলি করে। এতে আল আমিনে ডান কানের পাশে গুলিবিদ্ধ হয়। পরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

বিজ্ঞাপন

হিমেল অভিযোগ করে আরও বলেন, গত ৪ থেকে ৫ দিন আগে রামপুরা কুঞ্জবন এলাকায় আমাদের কয়েকজনকে মেরে মাথা ফাটিয়ে দেয় শাহজাদা ও তার সঙ্গীরা। পরে আমরা রামপুরা থানায় মামলা করি। এর জের ধরে আজকে আমাদের উপর গুলি করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রামপুরা থেকে এক যুবক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছেন। নাক কান গলা বিভাগে তার চিকিৎসা চলছে।

এ বিষয়ে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, সন্ধ্যায় পূর্ব রামপুরা এলাকায় গোলাগুলির খবর পেয়েছে। সেখানে আমাদের পুলিশ কর্মকর্তারা অবস্থান করছেন। একজন আহত আছেন তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।

ওসি আরও বলেন, যারা আহত হয়েছেন তাদের সঙ্গে কয়েকদিন আগে মারামারি ঘটনা ঘটেছে। সেই ঘটনায় মামলা হলে তার ইন্ধন ধরে এই গোলাগুলির ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।