দেড় যুগ ধরে কাজ করতে পারিনি: বেবী নাজনীন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

দেড় যুগ ধরে প্রফেশনাল কাজ করতে না পারার আক্ষেপ জানিয়েছেন ‘ব্ল্যাক ডায়মন্ড' খ্যাত সংগীতশিল্পী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবী নাজনীন।

বিজ্ঞাপন

শনিবার (৩০ নভেম্বর)দুপুরে সৈয়দপুর জেলা বিএনপি আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে শহীদ ছাত্র-জনতার আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া-মাহফিলে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।

এসময় সংগীত শিল্পী বেবী নাজনীন বলেন, দেড় যুগ ধরে আমি আমার প্রফেশনাল কাজ করতে পারি নি। কোনো গানের প্রোগ্রাম করতে পারিনি। আমার অনুষ্ঠানের পারিশ্রমিক ফেরত দিতে হয়েছে। অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে, রেকর্ডিং বন্ধ করে দেওয়া হয়েছে। দেশবাসীর কাছে অনুরোধ আমিসহ আমার মতো কোনো শিল্পী যেন এরকম ভুক্তভোগী না হোন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমি দেশকে রিপ্রেজেন্ট করি। দেশকে রিপ্রেজেন্ট করার মতো জাতীয় মর্যাদা নিয়ে আমি চলি। সেখানে আমাকে নানারকম নির্যাতন করে বাধা দেওয়া হয়েছে। এতে আমার যে ক্ষতি হয়েছে তা পোষণ করা অনেক কঠিন। জানি না আমি কতটুকু পারবো। দীর্ঘদিন পর দেশে ফিরেছি শান্তির নিশ্বাস নিয়ে চলছি। শান্তি ভরে কথা বলছি, কথা বলতে ভয় পাচ্ছি না যা মুখে আসছে তাই বলে দিচ্ছি।

এর আগে সকাল ১১ টা ৪০ মিনিটের দিকে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলার একটি ফ্লাইটে নিজ জন্মস্থান সৈয়দপুরে আসেন তিনি। তাকে স্বাগত জানাতে আগে থেকেই হাজারো বিএনপি নেতাকর্মী ও ভক্তবৃন্দরা সৈয়দপুর বিমানবন্দরে অবস্থান করেন। বিমানবন্দর থেকে নেমেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাজ্জাদ হোসেনের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান তিনি। এরপর সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক অসুস্থ শাহিন আকতারের বাসায় যান এই সংগীত শিল্পী।