লংমার্চ ঘিরে আখাউড়া স্থলবন্দরে কড়া নিরাপত্তা
ভারতীয় আগ্রাসন ও ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারি হাইকমিশনে হামলার প্রতিবাদে আগরতলা অভিমুখে লংমার্চ করছে বিএনপির তিন অঙ্গসংগঠন। এই লংমার্চকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকায় পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার ছিল স্বাভাবিক।
আখাউড়া ইমিগ্রেশন এলাকা ঘুরে দেখা যায়, বিএনপির তিন অঙ্গসংগঠনের ভারতের আগরতলা অভিমুখে লংমার্চকে কেন্দ্র করে কয়েক স্তরে সাজানো হয়েছে নিরাপত্তা বেষ্টনী। ইমিগ্রেশন এলাকায় গিয়ে দেখা যায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। এসময় পাসপোর্টধারী যাত্রী পারাপার ছিল স্বাভাবিক।
পুলিশ জানায়, বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের ভারতের আগরতলা অভিমুখে লংমার্চকে কেন্দ্র করে রাত থেকেই অতিরিক্ত পুলিশ দায়িত্ব পালন করছেন। যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১৫০ জন পুলিশ দায়িত্ব পালন করছেন।
৬০ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল এএম জাবের বিন জব্বার জানান, সকাল থেকে আখাউড়া স্থলবন্দর ও ইমিগ্রেশন এলাকায় বিপুল পরিমাণে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।