কবর থেকে তোলা হলো গণঅভ্যুত্থানে নিহত জামালের মরদেহ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

নিহত মো. জামাল মোল্লা

নিহত মো. জামাল মোল্লা

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কুলগাঁও জালালাবাদ এলাকায় আদালতের নির্দেশে মো. জামাল মোল্লা (৪৮) নামের এক ব্যক্তির মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফর নাহার শারমিনের উপস্থিতিতে এ কাজটি সম্পন্ন করা হয়। তবে বিষয়টি পরে জানাজানি হয়।

বিজ্ঞাপন

স্থানীয় পুলিশ জানায়, জামাল মোল্লা গত আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় গুলিতে নিহত হন। তিনি হাটহাজারী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং পেশায় অটোরিকশা চালক ছিলেন।

পুলিশ আরও জানায়, ৫ আগস্ট সন্ধ্যায় হাটহাজারী মডেল থানার উত্তরের কাঁচাবাজার গলির কাছে চট্টগ্রাম-নাজিরহাট সড়কে গুলিবিদ্ধ হয়ে মারা যান জামাল। এ ঘটনায় তার স্ত্রী ৩১ আগস্ট থানায় মামলা করেন। মামলায় ৬৫ জনের নাম উল্লেখ করা হয়, পাশাপাশি ৫০-৬০ জন অজ্ঞাত ব্যক্তিকেও আসামি করা হয়।

বিজ্ঞাপন

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাউসার মাহমুদ হোসেন জানান, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়েছিল। তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।