রাজবাড়ীতে ২৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ বিক্রেতা ইউসুফ আলী (৩২)-কে গ্রেফতার করেছে ফরিদপুর ক্যাম্পের র‌্যাব-১০ এর সদস্যরা।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক(মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত ইউসুফ আলী চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার বদরগঞ্জের ইটভাটা পাড়া এলাকার মৃত ওয়াস কুরনীর ছেলে।

র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক(মিডিয়া), সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ইউসুফ আলী পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ পন্থায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গত ১১ ডিসেম্বর দুপুরে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ ইউসুফ আলীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৭ লাখ ৮০ হাজার টাকা।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, গ্রেফতারকৃত ইউসুফ আলীর বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদক দ্রব্য আইনে মামলা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।