বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কিশোরের

  • স্টাফ কসেরপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কিশোরের

বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কিশোরের

চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজিচালিত টেম্পো ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সাইমন (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে আরাকান সড়কের রায়খালী ব্রিজ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত সাইমন বোয়ালখালীর পশ্চিম গোমদন্ডী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড চরখিজিরপুর গ্রামের বাসিন্দা ও মৃত নুর কাদেরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাটারিচালিত ইজিবাইকটি আরাকান সড়কের শাকপুরা থেকে গোমদণ্ডী ফুলতলের দিকে যাচ্ছিল। রায়খালী ব্রিজের জঙ্গা তালুকদার পাড়ার গেইটের সামনে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত টেম্পোর (চট্টমেট্রো-চ ০৫০৬৩) সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সাইমনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। একইসঙ্গে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।