বগুড়ায় পুলিশের কাছ থেকে হাতকড়া পরা আসামি ছিনতাই

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জে পুলিশের হাত থেকে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মোকামতলার জাবারীপুর বাজারে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পলাতক আসামির নাম ফারুক হোসেন। তিনি জাবারীপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। ফারুক হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. হান্নান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জাবারিপুর বাজারে ফারুক হোসেনকে গ্রেফতার করতে যায় পুলিশ। ফারুককে হাতকড়া পড়ানোর সময় ৪/৫শ স্থানীয় লোকজন আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। পরে পাশের বাঁশঝাড় থেকে হাতকড়া উদ্ধার করা হয়। পলাতক ফারুককে গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে।

বিজ্ঞাপন