শহীদের লাশ কবর থেকে কেন তুলতে হবে, প্রশ্ন সারজিসের

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সারজিস আলম

সারজিস আলম

জুলাই গণহত্যার বিচারের জন্য শহীদের লাশ কবর থেকে কেন তুলতে হবে বলে প্রশ্ন তুলেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (১৪ ডিসেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, শেখ মুজিবুর রহমানের হত্যার বিচারের জন্য তার লাশ যদি কবর থেকে তোলা না লাগে, তাহলে ২৪ এর গণহত্যার বিচারের জন্য শহীদের হওয়া ভাইবোনদের লাশ কবর থেকে কেন তুলতে হবে?

বিজ্ঞাপন

সারজিস বলেন, বীর শহিদ ভাইয়ের বাবা-মা আজ কেঁদে কেঁদে বলছে- প্রয়োজন হলে তাদেরকেও মেরে ফেলা হোক কিন্তু তার শহীদ সন্তানের লাশ যেন কবর থেকে আবার না তোলা হয়।

মো. সাগর পাটোয়ারী নামের একজন কমেন্টে লিখেছেন, এটা সত্যিই হৃদয় বিদারক। এখানে তো কাউকে নির্যাতন করে হত্যা করা হয়নি সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে। তাহলে আবার কবর থেকে তুলে ময়নাতদন্ত কিসের? এটা শহীদ ও শহীদ পরিবারের প্রতি জুলুম করা হচ্ছে।

বিজ্ঞাপন