চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেফতার ২

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেফতার ২

চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেফতার ২

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকা থেকে অস্ত্রসহ দু’জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাহাড়তলী থানা।

শনিবার (১৪ ডিসেম্বর) সিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন- মোহাম্মদ আলী (২৪) ও মো. সুজন (২৪)।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ জানান, শুক্রবার রাতে পাহাড়তলীর আব্দুল লতিফ সড়ক মাইট্টাইল্যা গলিতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আধিপত্য বিস্তার নিয়ে শুরু হওয়া এ সংঘর্ষ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

বিজ্ঞাপন

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা এলাকায় আধিপত্য বিস্তারের জন্য অস্ত্র নিয়ে শোডাউন দেয়ার কথা স্বীকার করেছে।