মসজিদের পুকুরে মিলল বৃদ্ধার মরদেহ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে মসজিদের পুকুর থেকে ছমুনা খাতুন (৮০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বারৈয়ারহাট মসজিদের পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নিহত ছমুনা খাতুন ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কাজিরখীল এলাকার মৃত বক্স চৌধুরীর স্ত্রী।

ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম জানান, মসজিদের পুকুর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

নিহতের পরিবার জানিয়েছে, তিনদিন আগে ছমুনা খাতুন ঘর থেকে বের হয়ে আর ফেরেননি।