ভাতা বৃদ্ধির দাবি
আবারও শাহবাগ অবরোধ করলেন চিকিৎসকরা
ভাতা বৃদ্ধির দাবিতে আবারও দেশের সব প্রাইভেট পোস্টগ্রাজুয়েট বেসরকারি ট্রেইনি চিকিৎসকরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে সমাবেশ করছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শাহবাগ মোড় অবরোধ করে এ সমাবেশ শুরু হয়।
ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের (ডিএমজে) ব্যানারে আয়োজিত এ সমাবেশে যোগ দিয়েছেন বিভিন্ন মেডিকেলের পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা।
আন্দোলনকারীরা বলেন, ডাক্তারদের অধিকার আদায়ের প্রতিষ্ঠান ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি এবং তার সহযোগী সংগঠন পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যসোসিয়েশন গত ২০২২ সাল থেকেই বেসরকারি পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকদের যৌক্তিক দাবি ভাতা বৃদ্ধির জন্য রাজপথে আন্দোলন করে আসছে।
সমাবেশে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির প্রচার সম্পাদক ড. নাজিয়া বলেন, আমরা ২৫ হাজার টাকা থেকে ভাতা বৃদ্ধি করে ৫০ হাজার টাকা করার দাবি জানিয়েছিলাম। অথবা নবম ওয়েজবোর্ড কার্যকর করে সকল সুযোগ-সুবিধা কার্যকর করার দাবি জানিয়েছিলাম। পরে আমাদের ভাতা ২৫ হাজার থেকে বৃদ্ধি করে ৩০ হাজার টাকা করে প্রজ্ঞাপন জারি করে। পরবর্তীতে আমরা আবার আন্দোলনের ডাক দিলে বৃহস্পতিবার প্রজ্ঞাপন চেঞ্জ করা হবে বলে জানানো হয়েছিল। কিন্তু প্রজ্ঞাপন চেঞ্জ না করাই আজকে আবার আন্দোলনে নেমেছি আমরা।
এর আগে একই দাবি নিয়ে গত ২২ ডিসেম্বর (রোববার) তারা শাহবাগ অবরোধ করেন।