শিবচরের এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস উল্টে আহত ২০

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মাদারীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

শিবচরের এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস উল্টে আহত ২০

শিবচরের এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস উল্টে আহত ২০

মাদারীপুর জেলার শিবচরের এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ২০ জন যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকার মুন্সীর বাজার নামকস্থানে সড়কের ঢাকাগামী লেনে দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে খুলনা থেকে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ঢাকা যাচ্ছিল। বাসটি মহাসড়কের মুন্সীরবাজার নামক স্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এ সময় বাসের ২০ যাত্রী আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত হয়েছেন ৩ জন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। অন্যান্যদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

শিবচর হাইওয়ে থানার এসআই তমাল বলেন, ‘আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে যাচ্ছি। নিহত হয়েছে কিনা এখনো নিশ্চিত নই।’

বিজ্ঞাপন