আনোয়ারায় সাগরপথে পালানো ২০ রোহিঙ্গা আটক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

আনোয়ারায় সাগরপথে পালানো ২০ রোহিঙ্গা আটক

আনোয়ারায় সাগরপথে পালানো ২০ রোহিঙ্গা আটক

নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানো ২০ রোহিঙ্গাকে চট্টগ্রামের আনোয়ারায় আটক করেছে পুলিশ।

বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ছয়জন পুরুষ, ছয়জন নারী এবং আটজন শিশু রয়েছে।

বিজ্ঞাপন

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, আটক রোহিঙ্গারা সাগরপথে ভাসানচর থেকে পালিয়ে গহিরায় পৌঁছায়। স্থানীয়রা তাদের ধরে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করলে পুলিশ হেফাজতে নেয়।

তিনি আরও জানান, আটককৃতদের ভাসানচরে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন