কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে ১২২ পরিবারকে ডিএনসিসির সহায়তা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

রাজধানীর মহাখালী এলাকার কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১২২টি পরিবারকে পরিবার প্রতি ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১১টায় রাজধানীর মহাখালী কমিউনিটি সেন্টারে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাহিদ উল মোস্তাক।

বিজ্ঞাপন

এসময় কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১২২টি পরিবারের মধ্যে ডিএনসিসি'র পক্ষ হতে পরিবার প্রতি নগদ ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএনসিসি'র সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন বিভাগের কর্মকর্তাবৃন্দ।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখ বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর মহাখালী এলাকার কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।