বঙ্গোপসাগরে আটক ভারতীয় জেলেদের মুক্তি ও হস্তান্তর

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ শিকারের অপরাধে আটক হওয়া ৩১ জন ভারতীয় জেলের মুক্তি ও হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় পটুয়াখালী জেলা কারাগার থেকে তাদের কোস্টগার্ড দক্ষিণ জোনের কাছে হস্তান্তর করা হয়।

পটুয়াখালী জেলা কারাগারের সুপার মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সাকির আহমেদ জানিয়েছেন, গত ১৬ অক্টোবর আটক হওয়া এই জেলেদের মুক্তি বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারতীয় হাই কমিশনের প্রতিনিধি এস এস মাথির উপস্থিতিতে করা হয়।

বিজ্ঞাপন

এসময় কোস্টগার্ড দক্ষিণ জোনের এক্সিকিউটিভ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরাফাত হোসেন, পটুয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

লেফটেন্যান্ট সাকির জানান, মোংলা, বাগেরহাট ও চট্টগ্রামের কারাগারে থাকা আরও ৬৪ জন ভারতীয় জেলেকেও মুক্তি দেওয়া হয়েছে। তাদের আটক করা ট্রলারগুলো চলাচল উপযোগী করার পর, ভারত-বাংলাদেশ সীমান্তে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে।

বিজ্ঞাপন

অপরদিকে, ভারতের জেলে আটক থাকা ৯০ জন বাংলাদেশি জেলের মুক্তি একই চুক্তির আওতায় সম্পন্ন হবে বলে জানা গেছে। বন্দি বিনিময়ের এই উদ্যোগে জেলেদের স্বজনরা অত্যন্ত আনন্দিত।