পটুয়াখালীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, চালকের মরদেহ উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীতে যাত্রীবাহী দোতলা লঞ্চের ধাক্কায় মাছ ধরার একটি ট্রলার ডুবে সেন্টু দফাদার (৫০) নামে একজন ট্রলারচালকের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে ধুলিয়া ইউনিয়নের মঠবাড়িয়া পয়েন্টে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত সেন্টু দফাদার উপজেলার কেশবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আওলাদ প্যাদার ছেলে। এছাড়াও দুর্ঘটনায় আহত হয়েছে মমিনপুর গ্রামের রেজা ও মঠবাড়িয়া গ্রামের সুজন ফকির।

দুর্ঘটনায় বেঁচে যাওয়া সুজন ফকির জানান, তারা রাতে মাছ ধরতে তেঁতুলিয়া নদীতে যান। রাতের অন্ধকারে এবং ঘন কুয়াশায় ঢাকা থেকে আসা একটি দোতলা লঞ্চ তাদের ট্রলারটিকে ধাক্কা দেয়। ধাক্কায় ট্রলারটি উল্টে গেলে তিনি এবং রেজা সাঁতরে তীরে উঠতে পারলেও সেন্টু দফাদার ডুবে যান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে স্থানীয় জেলেরা সেন্টু দফাদারের মরদেহ উদ্ধার করেন।

ঘটনার বিষয়ে কালাইয়া নৌ-ফাঁড়ির ইন্সপেক্টর মামুন বলেন, "দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনার জন্য দায়ী লঞ্চটি শনাক্তের চেষ্টা চলছে।"

প্রসঙ্গত, ঘন কুয়াশার কারণে নদীতে চলাচলকারী লঞ্চ ও ট্রলারগুলোর মধ্যে দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে বলে স্থানীয়রা জানায়। পাশাপাশি তারা এমন ঘটনা প্রতিরোধে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান।