বাগেরহাটে ২৫০ শয্যা হাসপাতালে দুদকের অভিযান

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বাগেরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে দুদকের অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগের সত্যতা মিলেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে দুদক কর্মকর্তা।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে দুদক বাগেরহাটের সহকারি পরিচালক মোঃ সাইদুর রহমানের নেতৃত্বে একটি টিম বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে অভিযান চালায়।

বিজ্ঞাপন

দুদকের দলটি তাদের প্রাথমিক তদন্তে বিভিন্ন বিষয়ে অনিয়মের প্রমাণ পেয়েছে বলে নিশ্চিত করেছেন দুদক বাগেরহাটের সহকারি পরিচালক মোঃ সাইদুর রহমান।

এদিন সকাল থেকে প্রথমে ছদ্মবেশে থেকে দুদকের সদস্যরা বিভিন্ন অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করেন এবং প্রাথমিক ভাবে বেশকিছু অভিযোগের সত্যতা পান।

বিজ্ঞাপন

এ বিষয়ে হাসপাতালের তত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দারকে তার এখতিয়ারভূক্ত বেশ কিছু অনিয়মের বিষয়ে ব্যবস্থা গ্রহণ এবং বিভিন্ন অনিয়মের ব্যাখ্যা দেওয়ার জন্য জানান।

অভিযোগের মধ্যে সরকারী ঔষধ বিক্রয়, ডাক্তার নার্সদের অসৌজন্যমূলক আচরণ,যথা সময়ে হাসপাতালে ডিউটিতে না আসা,রান্না করা খাবারে অনিয়ম, বর্জ্য ব্যবস্হাপনার অনিয়ম, হাসপাতালে বিভিন্ন টেষ্ট এর সুযোগ থাকা স্বত্তেও রোগীদেরকে সিটিল্যাব নামক একটি বিশেষ ল্যাবে টেষ্ট করতে বাধ্য করাসহ বিভিন্ন অনিয়মের কথা জানান দুদক বাগেরহাটের সহকারী পরিচালক মোঃ সাইদুর রহমান।