সৌদি আরব ভ্রমণে মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সৌদি আরবে উমরাহ বা ভিজিট ভিসায় ভ্রমণকারী যাত্রীদের জন্য মেনিনজাইটিস ভ্যাকসিন গ্রহণ করা বাধ্যতামূলক করেছে দেশটি।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিত বলা হয়, সৌদি আরবে উমরাহ বা ভিজিট ভিসায় ভ্রমণকারী যাত্রীদের জন্য মেনিনজাইটিস ভ্যাকসিন গ্রহণ করা বাধ্যতামূলক করা হয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAB) এবং সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, যাত্রীদের কমপক্ষে ১০ দিন আগে মেনিনজাইটিস ভ্যাকসিন গ্রহণ করতে হবে। তবে ১ বছরের কম বয়সী যাত্রীদের জন্য এই টিকা গ্রহণের প্রয়োজন নেই। যাদের গত ৩ বছরের মধ্যে টিকা গ্রহণ করা হয়েছে, তাদের পুনরায় টিকা নিতে হবে না।

বিজ্ঞাপন

গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর বলেন, ভ্রমণের সময় যাত্রীরা যেন নিয়ম মেনে চলেন এবং টিকার সনদপত্র সঙ্গে রাখেন।

তিনি আরও জানান, এই নতুন নির্দেশনা আগামী ১০ ফেব্রুয়ারি ২০২৫ থেকে কার্যকর হবে।