'নৈতিক শিক্ষায় শিক্ষিত শিক্ষার্থীরা দেশ গঠনে অবদান রাখবে'

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দিতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, নৈতিক শিক্ষায় শিক্ষিত হলে শিক্ষার্থীরা দেশ গঠনে অবদান রাখতে পারবে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাজশাহী নগরীর তেরখাদিয়ায় বিভাগীয় স্টেডিয়ামে শাহীন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার এসব কথা বলেন। এর আগে তিনি ক্রীড়া প্রতিযোগীতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, শিক্ষার পাশাপাশি শিশুদের শারীরিক ও সামাজিক বিকাশের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা প্রয়োজন।

শাহীন শিক্ষা পরিবারে চেয়ারম্যান মুহাম্মদ মাছুুদুল আমীন শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক শ.ম সাজু।

বিজ্ঞাপন

ক্রীড়া প্রতিয়োগিতায় নার্সারি গ্রুপ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মোট ৪টি গ্রুপে ৬৮টি খেলায় অংশ নেয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।