ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ১৭তম কর্নেল হিসেবে সেনাপ্রধানের অভিষেক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

সেনাপ্রধানের অভিষেক/ছবি: সংগৃহীত

সেনাপ্রধানের অভিষেক/ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ১৭তম ‘কর্নেল অব দ্য রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের শহীদ এম আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত এক অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে তিনি রেজিমেন্টের অভিভাবকত্ব গ্রহণ করেন।

বিজ্ঞাপন

অভিষেক অনুষ্ঠানে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর নতুন নতুন ইউনিট প্রতিষ্ঠা, আধুনিক অস্ত্র ও সরঞ্জামাদিসহ নানা উন্নয়নমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। আমরা চলমান উন্নয়ন প্রক্রিয়াকে আরও বেগবান ও আধুনিকায়ন করতে কাজ করব।

এ অনুষ্ঠানের পর সেনাপ্রধান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩৭তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন উদ্বোধন করেন। তিনি রেজিমেন্টের সদস্যদের আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকার আহ্বান জানান। সেনাপ্রধান আরও বলেন, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা তাদের দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে পালন করবে এবং প্রয়োজনে দেশের জন্য জীবন উৎসর্গ করতে দ্বিধা করবে না।

বিজ্ঞাপন

অনুষ্ঠান শেষে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি চৌকষ দল সেনাপ্রধানকে গার্ড অব অনার প্রদান করে। অনুষ্ঠানে সেনাসদর, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন পদবীর সদস্যরা উপস্থিত ছিলেন।