পটিয়ায় হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
-
-
|

ছবি: সংগৃহীত
চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের আজিমপুর এলাকায় একটি বিল থেকে উদ্ধার করা হয়েছে এক ব্যক্তির মরদেহ। মৃত ব্যক্তির হাত-পা এবং মুখ বাঁধা অবস্থায় ছিল।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানিয়েছেন, স্থানীয়রা প্রথম মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত ব্যক্তির হাত-পা লাল প্লাস্টিক দিয়ে এবং মুখ গামছা দিয়ে বাঁধা অবস্থায় উদ্ধার করে। তার আনুমানিক বয়স ৪০ বছর হলেও, পরিচয় নিশ্চিত করা যায়নি।
পুলিশের প্রাথমিক ধারণা, এই হত্যাকাণ্ড অন্য কোথাও ঘটিয়ে মরদেহটি সেখানে ফেলে রাখা হয়েছে। মরদেহটি সুরতহাল রিপোর্ট প্রস্তুত করার পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।