চট্টগ্রামে ইসলামিক স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন মেয়র
-
-
|

ছবি: বার্তা ২৪
চট্টগ্রাম নগরীর চকবাজারের ওয়ালি বেগ খাঁ মসজিদ মোড়ে একটি ইসলামিক স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন এই স্মৃতিস্তম্ভটির উদ্বোধন করেন।
এ সময় ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামের সৌন্দর্য বর্ধনে এই ইসলামিক স্মৃতিস্তম্ভ বিশেষ ভূমিকা রাখবে। ওয়ালি বেগ খাঁ মসজিদ একটি ঐতিহ্যবাহী মসজিদ, যার ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। আমাদের উদ্দেশ্য হলো, পরবর্তী প্রজন্ম যেন মসজিদটির ঐতিহ্য এবং গুরুত্ব বুঝতে পারে। এটি শুধু চট্টগ্রামের মানুষকেই নয়, সারা দেশের মানুষেরও দৃষ্টি আকর্ষণ করবে।
তিনি আরও বলেন, চট্টগ্রামে আসা দর্শনার্থীরা এই ওয়ালি বেগ খাঁ মসজিদটি দেখতে আসে এবং আশা করছি, স্মৃতিস্তম্ভটি তাদের আরও বেশি আকৃষ্ট করবে।
মেয়র আরও বলেন, রাজনৈতিক কারণে যেসব স্থানে ম্যুরাল বানানো হয় তা স্থায়ী নয়। কিন্তু আমাদের ঐতিহ্য ও সৌন্দর্য সংরক্ষণের দায়িত্ব আমাদের।
চট্টগ্রাম শহরে আরও ইসলামিক স্মৃতিস্তম্ভ নির্মাণের পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি বলেন, ঐতিহ্যবাহী মসজিদগুলো এবং ইসলামিক স্থাপত্যের সৌন্দর্য আরও বৃদ্ধি করতে আমাদের পরিকল্পনা রয়েছে। অক্সিজেন ও কোতোয়ালী চত্বরে এ ধরনের প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে।