মোহাম্মদপুরে পরিত্যক্ত অবস্থায় ২ রিভলবার উদ্ধার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

মোহাম্মদপুরে পরিত্যক্ত অবস্থায় ২ রিভলবার উদ্ধার

মোহাম্মদপুরে পরিত্যক্ত অবস্থায় ২ রিভলবার উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি রিভলবার উদ্ধার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় মোহাম্মদপুর থানার নবীনগর হাউজিং এলাকা থেকে অস্ত্র দুটি উদ্ধার করা হয়।

শনিবার (২৫ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

মোহাম্মদপুর থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, মোহাম্মদপুর থানাধীন নবীনগর হাউজিংয়ের ৮ নম্বর রোডের একটি নির্মাণাধীন বিল্ডিংয়ের মাটি খোঁড়ার সময় শ্রমিকরা পলিথিনে পেঁচানো পুরাতন দুটি রিভলভার দেখতে পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশকে অবহিত করে। পরবর্তীতে মোহাম্মদপুর থানা পুলিশ দ্রুত সেখানে গিয়ে আইনানুগ প্রক্রিয়ায় রিভলবার দুটি জব্দ করে।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন