বরগুনায় খালের পাড়ে পাওয়া গেল নবজাতকের মরদেহ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরগুনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের পারের মাদ্রাসা এলাকায় একটি খালের পার থেকে ৭ মাস বয়সী এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে বেতাগী থানা পুলিশ।

স্থানীয়রা জানান, আজ দুপুরের পর খালের পারে একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন। বেতাগী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কাজিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন মাহমুদ সুমন। তিনি বলেন, “এমন মর্মান্তিক ঘটনা আমাদের এলাকায় আগে ঘটেনি। এটি অত্যন্ত দুঃখজনক।”

এ বিষয়ে চান্দখালী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, প্রথমে গ্রাম পুলিশের মাধ্যমে বিষয়টি জানতে পারি পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। এ ঘটনায় তদন্ত চলছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে বেতাগী থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বার্তা ২৪.কম কে বলেন, "আমরা মরদেহটি উদ্ধার করেছি এবং বিষয়টি তদন্ত করে দেখছি। দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোক ও ক্ষোভ বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, নবজাতকের পরিচয় ও মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।