চট্টগ্রামে পৌঁছেছেন মিজানুর রহমান আজহারি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে পাঁচ দিনব্যাপি ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলের আজ শেষ দিনে বয়ান করতে চট্টগ্রাম বিমানবন্দরে এসে পৌঁছেছেন ড. মিজানুর রহমান আল আজহারী।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ৮টা থেকে চকবাজার প্যারেড ময়দানে পবিত্র কোরআনের তাফসির করবেন ড. মিজানুর রহমান আজহারী।

বিজ্ঞাপন

চকবাজার প্যারেড ময়দানে দীর্ঘ ২৯ বছর একাধারে তাফসির মাহফিলে বয়ান করে গেছেন জনপ্রিয় ইসলামি বক্তা প্রয়াত আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী। তার অনুপস্থিতিতে এবারই প্রথম তাফসির মাহফিল হচ্ছে। গত সোমবার (২৭ জানুয়ারি) পাঁচ দিনব্যাপি এ ঐতিহাসিক মাহফিল শুরু হয়।

এর আগে গত শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, তাফসির মাহফিল সফল করতে এন্তেজামিয়া কমিটি ও ১৯টি সাব-কমিটি নিরলস পরিশ্রম করছে। প্যারেড মাঠের মূল প্যান্ডেলে এবার মহিলা প্যান্ডেল রাখা হয়নি। মূল প্যান্ডেলে পুরুষ শ্রোতাদের বসার ব্যবস্থা, মেহমান ও সাংবাদিকদের বসার বিশেষ ব্যবস্থা, সেনিটেশন ব্যবস্থা, দর্শক-শ্রোতাদের মৌলিক প্রয়োজন ও চাহিদা পূরণের সহায়তায় প্রয়োজনীয় স্টল রাখা হয়েছে। স্বেচ্ছাসেবকগণ মাঠের নিয়ম শৃঙ্খলা সংরক্ষণের দায়িত্ব পালন করছেন। সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আছে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়েছে, মহিলা শ্রোতাদের আসা যাওয়া বসা ও শুনার সহজ ব্যবস্থার উদ্দেশ্যে এবার মূল মাঠের দক্ষিণে মহসিন কলেজের মাঠ, কাজেম আলী হাই স্কুল ও গুলজার বেগম হাই স্কুলে এবং মূল মাঠের উত্তরে কিশালয় কমিউনিটি সেন্টার ও কাপাসগোলা কলেজে মহিলা প্যান্ডেল রাখা হয়েছে। এ সব প্যান্ডেলে মহিলাদের বসার, শুনার ও প্রয়োজনীয় যথাসম্ভব সেনিটেশন ব্যবস্থা আছে।