চট্টগ্রামে জুলাই গণহত্যার বিচারের দাবিতে শিবিরের মিছিল
-
-
|
চট্টগ্রামে জুলাই গণহত্যার বিচারের দাবিতে শিবিরের মিছিল
জুলাই গণহত্যার বিচারের দাবিতে চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির।
শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
শিবিরের চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির শিরোনাম ছিল ‘ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে গণমিছিল’।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় অর্থ সম্পাদক তৌহিদুল হক। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে যারা গণহত্যার জন্য দায়ী, তাদের এখনো বিচারের আওতায় আনা হয়নি। ছয় মাস পার হয়ে গেলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। আমরা তাদের (সরকারকে) ক্ষমতায় বসাইনি শুধুমাত্র মসনদ রক্ষার জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছি।
শিবির নগর উত্তর শাখার সভাপতি তানজির হোসেন বলেন, ছাত্রলীগকে রাজনীতি করতে হলে দুটি শর্ত মানতে হবে- অতীতের অপকর্মের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে এবং বিচারের অপেক্ষায় থাকতে হবে। অন্যথায়, দেশের ছাত্র সমাজ তাদের যে কোনো স্থানে গণধোলাই দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন শিবিরের কেন্দ্রীয় মাদরাসা কার্যক্রম বিষয়ক সম্পাদক আলাউদ্দিন আবির, নগর দক্ষিণ শাখার সভাপতি ইব্রাহিম হোসেন, নগর উত্তর শাখার সেক্রেটারি মুমিনুল হক এবং দক্ষিণ শাখার সেক্রেটারি মাইমুনুল ইসলাম।