ফেনীতে কাভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষ: নিহত ১, আহত ৩
-
-
|

ছবি: বার্তা২৪.কম
ফেনীর সোনাগাজী উপজেলায় কাভার্ড ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিজাম উদ্দিন (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় অটোরিকশায় থাকা আরও তিনজন আহত হয়েছে। আহতরা নিহত ব্যবসায়ীর স্ত্রী ও দুই সন্তান।
রোববার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে সোনাগাজীর পুরাতন রাস্তার মাথা লক্ষ্মীপুর নামক সড়কে এ ঘটনা ঘটে। নিহত নিজাম উদ্দিন সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের দক্ষিণ মঙ্গলকান্দি গ্রামের মৃত নুরুল হক সর্দারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭ টার দিকে ফেনী সোনাগাজী সড়কের পুরাতন রাস্তার মাথা লক্ষ্মীপুর সড়কে সিএনজি অটোরিকশাটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান সেটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে সিএনজিতে থাকা ব্যবসায়ী নিজাম উদ্দিন নিহত হয়। অটোরিকশায় থাকা তার স্ত্রী ও দুই সন্তানও গুরুতর আহত হন। আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য নেয়া হয়। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে।
নিহতের শ্যালক নজরুল ইসলাম রাজু জানান, নিজাম উদ্দিন কাজী এলাকায় মুদি ব্যবসায় করতেন। দুই দিন আগে চট্টগ্রাম থেকে সোনাগাজীতে অসুস্থ শ্বশুরকে দেখতে এসেছিলেন। সকালে পরিবার নিয়ে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশা করে লালপুল যাচ্ছিলেন। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে। তার এমন মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। কেউ এ মৃত্যু মেনে নিতে পারছেনা।
এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন্দ বলেন, দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দিতে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।