ফরিদপুরে সব আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফরিদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গণ-অভ্যুত্থানের পর অন্তবর্তী সরকার দায়িত্ব আসলে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল সরকারকে নির্বাচনের তাগিদ দিয়ে আসছে। আসন্ন সংসদ নির্বাচনের তারিখ এখনো ঠিক না হলেও ফরিদপুরের চারটি সংসদীয় আসনের সবকটিতে তাদের প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম।

ফরিদপুর জেলা জামায়াতের আমীর মো. বদরউদ্দিন বার্তা২৪.কম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রার্থী দেওয়ার ব্যাপারে কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। গত শনিবার (১ ফ্রেব্রুয়ারি) কেন্দ্র থেকে ফরিদপুরের সবকটি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

ফরিদপুরের নয়টি উপজেলা নিয়ে চারটি সংসদীয় আসন। এর মধ্যে আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী এই তিন উপজেলা নিয়ে গঠিত (ফরিদপুর-১) আসন। এই আসনে ঢাকা জেলা শাখার সুরা ও কর্মপরিষদ সদস্য প্রফেসর ড. ইলিয়াছ মোল্লাকে জামায়াতের প্রার্থী হিসেবে ঘোষণ করা হয়েছে। তিনি জাহাঙ্গীরনগর
বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান। তার বাড়ি মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের কালপোহা গ্রামে।

বিজ্ঞাপন

নগরকান্দা ও সালথা উপজেলা দুটি নিয়ে (ফরিদপুর-২) আসন। নগরকান্দা উপজেলা জামায়াতের আমীর মাওলানা সোহরাব হোসেনকে এই আসনে প্রার্থী করা হয়েছে। তিনি নগরকান্দার তালমা নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তার বাড়িও তালমা এলাকায়। তিনি এর আগে নগরকান্দা উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন।

ফরিদপুর সবচেয়ে গুরুত্বপূর্ন আসন সদর উপজেলা নিয়ে নিয়ে গঠিত (ফরিদপুর-৩) আসন। জামায়াতের কেন্দ্রিয় সুরা সদস্য ও ফরিদপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক আব্দুত তাওয়াবকে এই আসনে প্রার্থী করা হয়েছে । তিনি বোয়ালমারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ। ফরিদপুর শহরের লক্ষীপুরের বাসিন্দা। আব্দুত তওয়াব এর আগে ফরিদপুর পৌরসভা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন।

এছাড়া ভাংঙা-সদরপুর-চরভ্রদাসন উপজেলা নিয়ে (ফরিদপুর-৪) আসন গঠিত। ভাংঙা উপজেলা জামায়াতের আমাীর মাওলানা সরোয়ার হোসেন কে এই আসনে প্রার্থী করা হয়েছে। তিনি ভাংঙা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। তার বাড়ি ভাংঙার মালিগ্রাম ইউনিয়নের পাঁচকুল গ্রামে। তিনি তারাইল আলীম মাদ্রাসার শিক্ষক।