সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নেত্রকোনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নেত্রকোনায় নেত্রকোনা-কেন্দুয়া সড়কের মদনপুর এলাকায় সড়কের পাশে পড়ে থাকা অবস্থায় ইমরান ফারাস (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার মদনপুর ইউনিয়নের পশ্চিম মদনপুর এলাকার ইটাখলা সঞ্জু মিয়ার ফিশারির কাছ থেকে মরদেহটি উদ্ধার করে নেত্রকোনা মডেল থানার পুলিশ।

বিজ্ঞাপন

নেত্রকোনা সদর মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, স্থানীয় পথচারী সকালে রাস্তার পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে খবর দেয়। সেখানে পুলিশ গিয়ে দেখে মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্থ হয়ে অপর পাশের সাইডে পড়েছিলো। ইমরান ফারাস ওই এলাকার একটি মাজারের সামনে চায়ের দোকান চালাতেন। নিহত ইমরান ফারাস পশ্চিম মদনপুর গ্রামের জিন্না ফারাসের ছেলে। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল পাঠিয়েছি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি কোন সড়ক দুর্ঘটনা ঘটে থাকতে পারে। যেহেতু নেত্রকোনা-কেন্দুয়া সড়কের ওপর সঞ্জু মিয়ার ফিশারির পাশে পড়েছিল।মোটরসাইকেলটিও ক্ষতিগ্রস্থ হয়ে দূরে পড়ে আছে। সকালে বা ভোরে কুয়াশায় দেখা না যাওয়ায় হয়তো কোন গাড়ি ধাক্কা দিয়ে পালিয়েছে। আমরা সবকিছু ক্ষতিয়ে দেখছি।
যেহেতু এ ঘটনার কোন প্রত্যক্ষদর্শী নেই, তাই ময়নাতদন্তের মৃত্যুর কারণ পর বলা যাবে ।

বিজ্ঞাপন