ছেলের বিয়েতে আটক আ.লীগ নেতাকে হত্যা মামলায় গ্রেফতার
-
-
|

ছবি: বার্তা ২৪
চট্টগ্রামে ছেলের বিয়ের বৌ-ভাত অনুষ্ঠান থেকে আটক হওয়া উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প-বাণিজ্য বিষয়ক সম্পাদক ফখরুল আনোয়ারকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। তিনি চট্টগ্রাম-২ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনির চাচা এবং প্রয়াত এমপি রফিকুল আনোয়ারের ছোট ভাই।
রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।
সিএমপি জানায়, শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১১টা ১০ মিনিটে খুলশী থানার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নেভি কনভেনশন সেন্টারে অভিযান চালিয়ে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফখরুল আনোয়ারকে গ্রেফতার করেছে।
ফখরুল আনোয়ারের বিরুদ্ধে কোতোয়ালি থানায় দায়ের করা একটি মামলার (মামলা নং-৪৯, তারিখ ২৩/০৯/২৪) অভিযোগ রয়েছে। মামলার ধারাগুলোতে পেনাল কোড-১৮৬০ এর ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৩৪১, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ১০৯ এবং ৩০২ অন্তর্ভুক্ত।
পুলিশ জানায়, ফখরুল আনোয়ারের বিরুদ্ধে পূর্বে আরও বেশ কয়েকটি মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নেভি কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারের ছেলে বিয়ের অনুষ্ঠান ছিল। সেখানে ফটিকছড়ির সাবেক এমপি তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর ভান্ডারি ও এমপি খাদিজাতুল আনোয়ারসহ উত্তর জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সগঠনের অনেক নেতাকর্মী এসেছে। এমন খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাত ৯টার দিকে শতাধিক ছেলে কমিউনিটি সেন্টারের বাইরে জড়ো হয়ে ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ’ স্লোগান দিতে থাকে। এরপর পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ফখরুল আনোয়ারকে আটক করা হয়।
এদিকে, গত রাত দেড়টার দিকে নগরীর আগ্রাবাদ এলাকায় ‘আওয়ামী নেতাদের ছেড়ে দেওয়ার’ প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে চট্টগ্রাম নগর দক্ষিণ ছাত্রশিবিরের নেতাকর্মীরা। মিছিল শেষে তারা সংক্ষিপ্ত সমাবেশে বলেন, আজকে পুলিশের মাধ্যমে আওয়ামী লীগে সন্ত্রাসীদের ছেড়ে দেওয়া হয়েছে। আমরা বলে দিতে চাই, আওয়ামী লীগের দোসরদের স্থান হবে না এখানে। পুলিশ আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিতে পারে না। যতক্ষণ ছাত্র হত্যার বিচার না হয় ততক্ষণ তারা এখানে স্থান পাবে না।
প্রসঙ্গত, ফখরুল আনোয়ারের ছেলের সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র এম মনজুর আলমের নাতনির বিয়ে হয়। নেভি কনভেনশনে বিয়ে পরবর্তী বৌ-ভাতের অনুষ্ঠান ছিল। সেখানে আওয়ামী লীগের উত্তর জেলার অনেক নেতাকর্মীকে দেখা যায়। তবে পরিস্থিতি ঘোলাটে হলে অধিকাংশ অতিথি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।