সিলেটে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানীনগরে ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন।

রোববার (২ ফেব্রুয়ারি) সকাল পৌণে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ১৯ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতদের মধ্যে ৪ জন হলেন-ঢাকার ডেমরা থানার আশুলিয়া এলাকার জাহিদের স্ত্রীর সায়মা আক্তার ইতি (৩৫), নিহত সায়মার ছেলে আয়ান (৬) শরীফ মলুমের স্ত্রী শামীমা ইয়াসমিন (৩৮) ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মোগড়াপাড়া এলাকার মিলন ভূঁইয়ার ছেলে সোহেল ভূঁইয়া (৩৮)। নিহত সবাই সম্পর্কে ভাই-বোন ও বোনের ছেলে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া।

তিনি জানান, সকাল ৭টা ৪০ মিনিটের দিকে ১৯ মাইল এলাকায় ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এরমধ্যে দুজন স্পট ডেড ও দুজন হাসপাতালে নেয়ার পর মারা গেছেন। প্রাইভেটকারটি সিলেটের দিকে যাচ্ছিল আর ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল পথিমধ্যে এই ঘটনা ঘটে।