৭ দাবিতে সড়ক অবরোধ আহতদের, ভোগান্তি চরমে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

আহতদের আর্থিক অনুদানের অঙ্কবৃদ্ধি সহ ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়টা সুসংহতসহ সাত দবিতে রাজধানীর শিশুমেলা সংলগ্ন মিরপুর সড়কে অবস্থান নিয়েছে জুলাই আন্দোলনে আহতরা।

ফলে বন্ধ হয়ে গেছে এই রুটে চলাচলকারী সকল যানবাহন। সৃষ্টি হয়েছে তীব্র যানযট। ভোগান্তিতে পরেছেন মিরপুর ও আগারগাঁও সড়কে চলাচলকারী সাধারণ মানুষ।

বিজ্ঞাপন

রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টার পর থেকেই শিশুমেলা সড়কের অবস্থান নিয়ে দাবি আদায়ে আন্দোলন শুরু করেন জুলাই আন্দোলনে আহতরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলেও জানান তারা।

সরজমিনে দেখা যায়, শিশুমেলা অবস্থিত ফুটওভার ব্রিজ নিচে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন আহতরা। বন্ধ করে দিয়েছেন সরকে চলাচলকারী সকল গণপরিবহন। ফলে গাবতলী থেকে ধানমন্ডিগামী ও ধানমন্ডি থেকে গাবতলীগামী সড়কের দুই পাশে দেখা দিয়েছে দীর্ঘ গাড়ির যট। গাড়ি থেকে নেমে শত শত মানুষ পায়ে হেটে রৌনা দিয়েছেন গন্তব্যের উদ্দেশে।

বিজ্ঞাপন

আন্দোলনকারী মো. আইয়ুব হোসেন বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা সড়কে অবস্থান করবো। যদি উপদেষ্টারা কেউ এসে আমাদের আশ্বস্ত করেন তবুও আমরা রাস্তা ছাড়বো না। তাদের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছি। এখন আর আশ্বাসে চলবে না।

পরিবার নিয়ে আমিনবাজার থেকে ধানমন্ডি যাচ্ছেন রুবেল। তিনি বলেন, গাবতলী পর্যন্ত এসেই গাড়ি থেকে নেমে হাটা শুরু করেছি। এক ঘণ্টা হেঁটে শ্যমলী পর্যন্ত আসছি। পরিবার নিয়ে আর কত হাঁটা যায়।


একই অবস্থা এই সড়কে চলাচলকারী সকল মানুষের। সবাই বলছেন দুর্ভোগের কথা। এর আগে গতকাল শনিবার (০১ফেব্রুয়ারি) রাতে পঙ্গু হাসপাতালের সামনের সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করেন।

আহতদের ৭ দাবি:

১। ২৪ র যোদ্ধাদের মধ্যে আহত এবং শহীদদের হত্যার সাথে জড়িত ব্যক্তিদের পূর্ণাঙ্গ বিচার

২। বিগত ফ্যসিস্ট সরকারের অনুসারীদের সরকারের বিভিন্ন পদ থেকে অপসারনপূর্বক গ্রেপ্তার

৩। আহতদের কেটাগরী সঠিকভাবে প্রণয়ন

৪। আহতদের পূনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন

৫। আহতদের চিকিৎসার সর্বোচ্চ সুব্যবস্থা নিশ্চিত করতে হবে।

৬। আহত এবং শহীদদের রাষ্ট্রীয় সম্মাননা সহ প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে।

৭। আহতদের আর্থিক অনুদানের অঙ্কবৃদ্ধি সহ ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়টা সুসংহত করতে হবে।