আ. লীগকে নিষিদ্ধে আল্টিমেটাম ছাত্র অধিকার পরিষদের
-
-
|

ছবি: সংগৃহীত
২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ ও আন্দোলনে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।
রোববার (২ ফেব্রুয়ারি) মধুর ক্যান্টিনে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন এ কথা জানান তিনি।
এসময় অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে কিছু দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো:
১. আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।
২. প্রশাসন, ব্যবসা, শিক্ষাঙ্গনসহ বিভিন্ন জায়গায় থাকা আওয়ামী লীগে দোসরদের নির্মূল করতে হবে।
৩. ছাত্রদের নিয়ে জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করতে হবে এবং জাতীয় পর্যায় রাজনৈতিক দলগুলোর নিয়ে জাতীয় সরকার গঠন করতে হবে।
৪. আন্দোলনে অংশগ্রহণকারী প্রত্যেককে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে।
তিনি বলেন, সকল রাজনৈতিক দল এই বিপ্লবের অংশীদার। অন্তর্বর্তীকালীন সরকার তাদের সবাইকে বাদ দিয়ে একা একা কোন একটা গ্ৰুপের কথায় পরিচালিত হলে তারা ভুল পথে আছে। এই আন্দোলন ব্যবহার করে কোন গ্ৰুপ যদি রাজনৈতিক দল গঠন করতে চায় সেটি হবে কিংস পার্টি। আর এই কিংস পার্টিকে এই ছাত্রজনতা মেনে নিবে না। দল গঠন করার জন্য আপনাদের ক্ষমতায় বসানো হয় নি।
গতকাল আওয়ামী দোসরদের নৌবাহিনী দাওয়াত করেছে। যখন ছাত্রজনতা সেখানে যায় তখন দোসরদের নিরাপত্তা দিয়ে বের করেছে। একজনকে শুধু ধরেছে। উল্টো ছাত্রদের উপর চড়াও হয়েছে নৌবাহিনী। তাদের এসব কর্মকাণ্ডে সাহস কোথা থেকে আসে? মূলত এই সরকারের প্রশাসনের উপর নিয়ন্ত্রণ নেই।
তিনি আরো বলেন, এখনো ২৩টি মন্ত্রাণালয়ের কোন লোক নিয়োগ দিতে পারেননি অন্তবর্তীকালীন সরকার। আপনারাই তো শুন্য পদ পূরণ করতে পারেন না আপনারা সংস্কার করবেন কিভাবে?
সরকার যদি জাতীয় সরকার গঠন না করে এই দেশের স্বাধীনতার জন্য বিকল্প চিন্তা করতে বাধ্য হবো।