জামালপুরে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জামালপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জামালপুরে জুলাই আগস্ট আন্দোলনের ঘটনায় নাশকতার অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার (২ ফেব্রুয়ারী) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সল মো. আতিক।

বিজ্ঞাপন

এর আগে গতকাল শনিবার দিবাগত রাত থেকে রোববার সকাল পর্যন্ত জামালপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- জামালপুর পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক নীরু আহমদ, আওয়ামী লীগ নেতা এমারত হোসেন, আজাদুর রহমান, মজনু মিয়া, জুলফিকার আহমদ ও আক্তারুজ্জামান।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, জুলাই আগস্ট গনঅভ্যুত্থানের ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে তাদের আটক করা হয়। এর মধ্যে দুইজনকে আটক করে পুলিশ এবং বাকি চারজনকে আটক করে গোয়েন্দা পুলিশ। সুষ্ঠু তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছে পুলিশ।

এ প্রসঙ্গে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ ওসি আবু ফয়সাল মো. আতিক বলেন,‘আসামিদের জুলাই-আগস্ট আন্দোলনে সম্পৃক্ততা থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ছয়-জনকে আদালতে পাঠানো হয়েছে।’