দাবি পূরণ না করলে সচিবালয়ের অভিমুখে পদযাত্রা করবে আহতরা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

সাত দফা দাবি আদায়ে সরকারকে বিকাল ৬টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা। একই সঙ্গে এই সময়ের মধ্যে দাবি আদায় না হলে সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরর ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

রোববার (২ ফেব্রুয়ারি) শিশুমেলা সড়কে অবস্থান নিয়ে দাবি আদায়ে আন্দোলনকালে বার্তা ২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেন জুলাই আন্দোলনে আহত ছাত্র জনতার আন্দোলনের মুখপাত্র আবির আহমেদ শরীফ।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা ৪টা পর্যন্ত সরকারকে দাবি পূরণের সময় দিয়েছিলাম৷ এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আমরা সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রার ঘোষণা দিয়েছিলাম। কিন্তু উপদেষ্টারা নাকি আমাদের সাথে দেখা করতে আসবেন। তাই আমরা ৬ টা পর্যন্ত সময় দিয়েছি। এর মধ্যে উপদেষ্টারা আমাদের সাথে দেখা করতে না আসলে এবং আমাদের দাবি আদায় না হলে আমরা সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করবো।

আহতদের ৭ দাবি

বিজ্ঞাপন

১। ২৪ র যোদ্ধাদের মধ্যে আহত এবং শহীদদের হত্যার সাথে জড়িত ব্যক্তিদের পূর্ণাঙ্গ বিচার

২। বিগত ফ্যসিস্ট সরকারের অনুসারীদের সরকারের বিভিন্ন পদ থেকে অপসারনপূর্বক গ্রেপ্তার

৩। আহতদের কেটাগরী সঠিকভাবে প্রণয়ন

৪। আহতদের পূনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন

৫। আহতদের চিকিৎসার সর্বোচ্চ সুব্যবস্থা নিশ্চিত করতে হবে।

৬। আহত এবং শহীদদের রাষ্ট্রীয় সম্মাননা সহ প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে।

৭। আহতদের আর্থিক অনুদানের অঙ্কবৃদ্ধি সহ ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়টা সুসংহত করতে হবে।