ময়মনসিংহ সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ সিটি করপোরেশনের সাবেক ১ নং প্যানেল মেয়র ও ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আসিফ হোসেন ডনকে আবারও গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ।

রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর পাটগুদাম এলাকায় কোতোয়ালি মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে তিনি বলেন আসিফ হোসেন ডন বৈষম্যেবিরোধ ছাত্র আন্দোলনে রেদোয়ান আহমদে সাগর হত্যা ও বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর মামলার আসামি। গত বছরের ৫ আগস্টের পর থেকেই তিনি পলাতক ছিলেন। পরে গত ২৫ অক্টোবর রাতে ঢাকা -ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আজমপুর থেকে গ্রেফতার করা হয়। এরপর গত ২৫ ডিসেম্বর জামিনে বের হন।

ওসি আরও বলেন রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পাটগুদাম এলাকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন