আত্মগোপনে ইউপি চেয়ারম্যান: নাগরিক সেবা ব্যাহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফরিদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফরিদপুর জেলা সদরের ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আত্মগোপনে থাকায় ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। গোপনে দুই-একটি কাগজপত্রে স্বাক্ষর করলেও সিংহভাগ মানুষ ভোগান্তির মধ্যে পড়েছেন।

এদিকে সোমবারের (৩ ফেব্রুয়ারি) মধ্যে চেয়ারম্যানকে গ্রেফতার এবং নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দাবি জানিয়েছেন ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয়রা।

বিজ্ঞাপন

এমন দাবিতে রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের হাতে স্মারকলিপিটি তুলে দেন তারা। এতে ১২ জন সদস্যের স্বাক্ষর রয়েছে এবং প্রত্যেকে উপস্থিত ছিলেন। এরপূর্বে তারা জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে চেয়ারম্যানের অপসারণ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দাবিতে মানববন্ধন করেন।

স্মারকলিপিতে তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা, এলাকায় সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজী, দস্যুতাসহ বিভিন্ন অভিযোগ উল্লেখ করেছেন।

বিজ্ঞাপন

তারা আরও উল্লেখ করেন, বর্তমানে সে পলাতক রয়েছে। ইউনিয়ন পরিষদে হঠাৎ রাতের অন্ধকারে সূর্য উঠার আগে নামমাত্র দুই-একটি কাগজপত্রে সই করে পালিয়ে যায়। এতে জনগণের দূর্ভোগ ও কষ্টের সীমা নেই।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামের ব্যবহৃত মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য জানা সম্ভব হয়নি।

এসব বিষয় ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয়রা স্মারকলিপি দেয়ার পাশাপাশি স্থানীয় সরকার উপপরিচালক চৌধুরী রওশন ইসলামকে অবগত করেন। এ সময় এই কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।