মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই চাচাত ভাইয়ের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী শিহাব উদ্দিন (২৫) ও তার চাচাত ভাই বোরহান উদ্দিন (২৪) এর মৃত্যু হয়।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নবীনগর -কোম্পানীগঞ্জ সড়কে আলীয়াবাদ এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত শিহাব উদ্দিন পৌর এলাকার আলীয়াবাদ গ্রামের রফিক মিয়ার ছেলে ও বোরহান উদ্দিন একই এলাকার ফরিদ মিয়ার ছেলে। তারা দুজন সম্পর্কে চাচাত ভাই হয়।

বিজ্ঞাপন

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা বলেন, বোববার সকালে শিহাব ও বোরহান হাসপাতালে থাকা একজন রোগীকে রক্ত দেয়ার জন্য মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল সলিমগঞ্জে। পথিমধ্যে নবীনগর -কোম্পানীগঞ্জ সড়কে আলীয়াবাদ এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে প্রাণ যায় শিহাব উদ্দিনের। গুরুতর আহত অবস্থায় তার চাচাতো ভাই বোরহান উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন