আন্দোলনে আহতদের জন্য বিদেশি ডাক্তারদের ক্ষেত্রে কর প্রত্যাহার

  • স্টাফ করেস্পন্ডেন্ট, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসা সেবা প্রদানে বিদেশ থেকে আগত বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের ফি বা পরামর্শ সেবা প্রদানের ক্ষেত্রে মূল্য সংযোজন কর অব্যাহতি করেছে সরকার।

রোববার (২ ফেব্রুয়ারি) সচিব মোহাম্মদ আরিফুল ইসলাম স্বাক্ষরিত জাতীয় রাজস্ব বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ অনুসারে চিকিৎসা সেবা ও স্বাস্থ্য সেবা এবং বেসরকারি পর্যায়ে চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে মূল্য সংযোজন কর অব্যাহতি করায় আন্দোলনে আহত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য স্বাস্থ্য অধিদফতর বা সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের আমন্ত্রণে আগত বিদেশী চিকিৎসকগণের অনুকূলে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদেয় ফি, হোটেল ভাড়া, এর ক্ষেত্রে মূল্য সংযোজন কর হতে অব্যাহতি প্রদান করা হলো।