আলাউদ্দিন নাসিমের শাস্তি চেয়ে দুদকে আবেদন
-
-
|

ছবি: সংগৃহীত
ফেনী-১ আসনের সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কর্তৃক জ্ঞাত আয় বহির্ভূত হাজার হাজার কোটি টাকার সম্পদ অর্জন ও বিদেশে পাচারের ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থাগ্রহণের দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান বরাবর আবেদন করেছেন এক ব্যক্তি।
রোববার (২ ফেব্রুয়ারি) ফেনীর পরশুরামের আলী হোসেন নামে একজন এই আবেদন করেন। ক্ষমতার পট পরিবর্তনের পর গত অক্টোবর মাসে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক।
দুদকের আবেদনের প্রেক্ষিতে গতবছরের ১২ ডিসেম্বর নাসিম ও তার পরিবারের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয় আদালত।
দুদকে দেওয়া অভিযোগে আলী হোসেন বলেন, ২০০৯ সাল থেকে শেখ হাসিনার প্রটোকল অফিসার পদবি ব্যবহার করে প্রশাসনে বদলি, পদায়ন থেকে শুরু বিনা টেন্ডারে কাজ পাইয়ে দেয়া, বিদ্যুৎ কোম্পানীর লাইসেন্স করে দেওয়া কাজ শুরু করে আলাউদ্দিন নাসিম।
আলাউদ্দিন নাসিম দেশটিকে বানিয়েছিলেন অনিয়ম ও দুর্নীতির ‘স্বর্গরাজ্য’ বানিয়েছেন জানিয়ে এতে বলা হয়, বিদ্যুৎ খাতে মাফিয়া সিন্ডিকেটের গডফাদার আলাউদ্দিন নাসিমের হাত ধরে দেশে গত সাড়ে ১৫ বছরে বেসরকারি বিদ্যুৎ খাতে মহালুটপাটের ঘটনা ঘটেছে।
দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রার্থী হিসেবে ফেনী-১ আসনের সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের জমা দেওয়া হলফনামায় গুলশানের শত কোটির টাকার বাড়ির তথ্য গোপন রেখেছেন বলে অভিযোগে জানানো হয়।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আলাউদ্দিন নাসিম আত্মগোপনে চলে যান।