ফরিদপুরে ধর্ষণের শিকার ৬ বছরের শিশু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফরিদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে ৬ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। সে স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী।

রোববার (২ ফেব্রুয়ারি) কাল ৪ টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই গ্রামের বাসিন্দা ধর্ষক হামজা শেখ (২৮) পলাতক রয়েছে।

বিজ্ঞাপন

শিশুটির মা জানান, বাড়ির অদূরে আম বাগানে বাড়ির তিনটি শিশু খেলা করতেছিল। এ সময় হামজা আমার মেয়েকে পাখি বাচ্চা ধরে দেওয়ার লোভ দেখিয়ে ঝোপের আড়ালে নিয়ে ধর্ষণ করে। আমার মেয়ে চিৎকার দিলে বাকি দুই শিশু খারাপ কিছু হয়েছে টের পেয়ে বাড়ির লোকজনকে ডাকে। তখন আমরা দৌড়ে গেলে ধর্ষক হামজা পালিয়ে যায়। মেয়েকে সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি আসাদউজ্জামান বলেন, একটি শিশু ধর্ষণের শিকার হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে সংবাদ পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন