ফরিদপুরে আওয়ামী লীগের পোস্টার বিতরণ, গ্রেফতার ১

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফরিদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শেখ হাসিনাতেই আস্থা লেখা আওয়ামী লীগের পোষ্টার বিতরণ কালে প্রিন্স চৌধুরী (৪২) নামের এক আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে সদরপুর থানা পুলিশ।

রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার জয় বাংলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, শেখ হাসিনার ছবি সম্বলিত ওই পোস্টার বিতরণ কালে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পরে সদরপুর থানা পুলিশ দিয়ে তাকে আটক করে। তিনি সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের দক্ষিণ চর বিষ্ণুপুর গ্রামের আব্দুর রাজ্জাক চৌধুরীর ছেলে।

সদরপুর থানার ওসি আব্দুল মোতালেব বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তি সদরপুর থানা হেফাজতে আছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন