সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় এক ঘণ্টায় ৩ মৃত্যু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে এক ঘণ্টায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে এক শিশু৷

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাঁশবাড়িয়া ও চৌধুরি ঘাটা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

দুর্ঘটনায় তিনজন নিহতের বিষয়টি বার্তা২৪ ডটকমকে নিশ্চিত করেছেন বারোআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মমিন৷

নিহত তিনজন হলেন, উপজেলার উত্তর বাঁশবাড়িয়ার বাসিন্দা মাইনুল হোসেন মানিক (৩৫), ছোট কুমিরা এলাকার বাসিন্দা জেসমিন খাতুন (২৫), ঢাকার দোহার থানার বাসিন্দা চাঁন মিয়া (৫৫)। দুর্ঘটনায় আহত হয়েছে নিহত জেনমিন খাতুনের শিশুসন্তান।

বিজ্ঞাপন

ওসি মো. আব্দুল মমিন বলেন, সন্ধ্যা সাড়ে ৬ টায় বাঁশবাড়িয়া এলাকায় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দোকানে ধাক্কা দেয়। এসময় পথচারী মানিক ও জেসমিন চাপা পিকআপ ভ্যান চাপা পড়ে নিহত হন। আহত হয় জেনমিনের শিশু সন্তান।

সন্ধ্যা সাড়ে সাতটায় পৃথক আরেকটি ঘটনায় চৌধুরি ঘাটা এলাকায় একটি দ্রুতগামী লরির ধাক্কায় নিহত হন মোটরসাইকেল আরোহী চাঁন মিয়া।

তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।