বন্দরনগরী চট্টগ্রামে চার দিনব্যাপী রিহ্যাব আবাসন মেলায় ৮৪ কোটি ৭৭ লাখ টাকার ফ্ল্যাট, কমার্শিয়াল স্পেস ও প্লট বিক্রি ও বুকিং হয়েছে। পাশাপাশি আরও ৫৫ কোটি টাকার কমিটমেন্ট পাওয়া গেছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় মেলার সমাপ্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান এ তথ্য জানান।
তিনি বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার মধ্যেও আমরা ক্রেতাদের সাধ্যের মধ্যে সেরা ফ্ল্যাট দেওয়ার চেষ্টা করেছি। নির্মাণ সামগ্রীর দাম বেড়ে গেলেও আমরা ফ্ল্যাটের মূল্য সহনীয় রেখেছি। এবারের মেলা ক্রেতাদের ব্যাপক সাড়া পেয়েছে, যা আমাদের জন্য ইতিবাচক।
তিনি আরও জানান, চার দিনব্যাপী এ মেলায় ৫ হাজার ২৩৫ জন ক্রেতা ও দর্শনার্থী অংশ নেন। বিশেষ করে শুক্র ও শনিবার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং শেষ দিনে দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের জন্য বিশেষ অফার দিয়েছিল। তবে শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ২৮ ফেব্রুয়ারি কোম্পানির নিজস্ব অফিসে এসব সুযোগ-সুবিধা বহাল থাকবে।
ফেয়ারের সফল আয়োজনে সহায়তা করার জন্য তিনি রিহ্যাব পরিচালনা পর্ষদ, ফেয়ার স্ট্যান্ডিং কমিটি, রিজিওনাল কমিটি, আয়োজক কমিটি, অংশগ্রহণকারী ডেভেলপার প্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিডিএ, মেট্রোপলিটন পুলিশ, ট্রাফিক বিভাগ, হোটেল রেডিসন ব্লু, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের ধন্যবাদ জানান।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আপনারা সবসময় রিহ্যাবের পাশে ছিলেন, সুপরামর্শ দিয়েছেন, সহযোগিতা করেছেন। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমার বিশ্বাস। আপনাদের আন্তরিক সহযোগিতায় রিহ্যাবের প্রতিটি আয়োজন আরও সফল হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য সৈয়দ ইরফানুল আলম, সারিস্থ বিনতে নূর, নূর উদ্দিন আহমদ ও মোহাম্মদ মাঈনুল হাসান।
এ ছাড়া ফেয়ার অর্গানাইজিং কমিটির সদস্যদের মধ্যে ছিলেন রেজাউল করিম, মোহাম্মদ জাফর, হৃষিকেশ চৌধুরী, এ এস এম আবদুল গাফফার মিয়াজী, নূর মোহাম্মদ, আশীষ রায় চৌধুরী এবং এস এম আদিবুল হুদা।
এর আগে, গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি)। নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু-তে চট্টগ্রামে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর ১৬ তম আবাসন মেলা শুরু হয়।